খুব সম্ভবত সবার মনেই এই হ্যাকিং জিনিসটা ঘোরাফেরা করে। আবার অনেকে অনেক কিছুই হ্যাক করার চেষ্টাও করে থাকে। কিন্তু এই বিষয়ে সঠিক জ্ঞান না থাকায় হয়ত ব্যর্থ হতে হয় বার বার। এই জন্য ইলার্ন বাংলাদেশ নিয়ে এসেছে হ্যাকিং বাংলা কোর্স। আমরা এখানে নির্দিষ্ট কিছু বিষয়ে পরিপূর্ণ ভাবে হ্যাকিং শিখিয়েছি। এবং কিভাবে সোশ্যাল মিডিয়াতে নিরাপদে থাকতে পারবেন সেটিও শিখতে পারবেন এই কোর্সের মাধ্যমে।
এই কোর্স এর প্রতিটা বিষয় এর উপর আমাদের প্রাক্টিক্যাল ভিডিও আছে। এই কোর্স করার সময় আমাদের প্রাইভেট গ্রুপ থেকে সর্বদা সাপোর্ট পাবেন। এই কোর্স সম্পন্ন হয়ে গেলে আপনারা আমাদের ই-মেইল করলে আমরা আমাদের একটা এথিক্যাল হ্যাকিং প্রাক্টিস গ্রুপে আপনাদের যুক্ত হবার সুযোগ দেব। আমাদের কোর্স টা শুধু তাদের জন্য যারা হ্যাকিং টেকনিক গুলা ব্যাবহার করে এই টেকনিক গুলা এথিক্যাল উপায়ে ব্যাবহার করবে। আমাদের টেকনিক ব্যাবহার করে আপনি কারও কোন ক্ষতি করলে তার দায়িত্ব বা দায়ভার ইলার্ন বাংলাদেশের নয়।