এই কোর্সটি তাদের জন্য, যারা অন্যদের চেয়ে আলাদা কিছু করতে চায় । যারা ভিড়ের মধ্য থেকেও ভিন্ন রাস্তায় চলতে চায়। অর্থাৎ ভিন্ন কিছু করতে চায় ।
এই কোর্সটিতে অংশ নেয়ার সিদ্ধান্ত টা হয়ত আপনার জীবনকে পুরোপুরি বদলে দিতে পারে। বর্তমান সময় ভিডিও এডিটিং হলো একটা Must have skill. অর্থাৎ ভিডিও এডিটিং আপনার জানতেই হবে। কারন আপনি ভিডিও এডিটিং জানলে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্লাট ফর্মে যেমন- ইউটিউব বা ফেসবুকে ভিডিও আপলোড করে একদিকে যেমন হাজার হাজার টাকা আয় করতে পারবেন, আবার অন্য দিকে আপনি কোন কোম্পানিতে ভিডিও এডিটর হিসাবে খুব ভালো বেতনের চাকরি করার সুযোগ পাবেন । এছাড়া আপনি ফ্রিল্যান্স ভিডিও এডিটর হিসাবে মাসে ৫০ হাজার থেকে ২ লক্ষ টাকা পর্যন্ত আয় করতে পারবেন বাড়িতে বসেই ।
সেটা কিভাবে করবেন ? সেই সব টেকনিক বলে দেয়া আছে আমাদের এই কোর্সের ভিতরে । আমরা আমাদের অভিজ্ঞতা থেকে বলতে পারি ভিউয়ারসদের আসলে কোন ধরনের ভিডিও পছন্দ, কোন কথার সাথে কি ধরণের ভিডিও ফুটেজ বসাতে হয়, আর কোন জাইগা থেকে আমরা সেই ফুটেজ খুজে পাবো, কোন জায়গায় কি রকম ট্রানজিশন ইফেক্ট এবং সাউন্ড দিতে হয়, কোন জায়গা থেকে আমরা আমাদের ভিডিওর জন্য মিউজিক ডাউনলোড করি, কিভাবে গ্রিন স্ক্রিন ব্যবহার করে হলিউড মুভির মতন ভিডিও বানানো যায়, কিভাবে প্রফেশনালি ভিডিওর উপর টেক্সট দিতে হয়, ভিডিওর অডিও অথবা আপনার রেকডিং করা অডিও কিভাবে প্রফেশনালি এডিট করতে হয়, কিভাবে ভিডিওর কালার কারেকশন করতে হয়, কিভাবে সহজে দারুন দারুন থাম্বনেইল বানানো যায়, এতো কিছু আপনি এই কোর্সের ভিতরে শিখতে পারবেন ।
এছাড়া আপনি শিখতে পারবেন কিভাবে নিউজ চ্যানেল এর মতন ভিডিও বানানো হয় । কিভাবে শর্ট ফ্লিম ভিডিও এডিট করবেন। তা সরাসরি এই কোর্সের মধ্য দেখানো হবে । অর্থাৎ এই কোর্সের মধ্য আমরা ভিডিও এডিটিং, অডিও এডিটিং এবং থাম্বনেইল তৈরি এতো গুলো জিনিস আপনাকে শিখাবো । এছাড়া সবশেষে শিখাবো প্রজেক্ট এর মাধ্যমে কিভাবে ফাইভার মার্কেট প্লেসে কাজ করতে হয় । এবং খুব দ্রুত অনলাইনে ইনকাম করা যায় ।
এই কোর্সটি আসলে কাদের জন্য ? এই কোর্সটি করার জন্য আপনাকে আগে থেকে কোন সফটওয়্যার সম্পর্কে জানতে হবে এই রকম কোন বাধ্যবাধকতা নেই । আপনি যদি ভিডিও এডিটিং এ একদম নতুন হয়ে থাকেন, তাহলে এই কোর্সের মাধ্যমে অল্প সময়ে খুব ভালোভাবে ভিডিও এডিটিং শিখতে পারবেন । এই কোর্সটি মুলত তাদের জন্য, যারা ইউটিউবার হিসাবে জীবন প্রতিষ্ঠিত করতে চায়। অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়া সাইটে ভিডিও বানিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান । যেমন- Tiktok, Facebook Shorts, Youtube, Youtube Shorts, Instragram Reels. এছাড়াও যারা ভিডিও এডিটর হিসাবে কোন কোম্পানিতে চাকরি করতে চান, ফ্রিল্যান্সার ভিডিও এডিটর হিসাবে কাজ করতে চান, ইউটিউব ও ফেসবুকের জন্য Short Film এবং Video Song তৈরি করতে চান, এই কোর্সটি তাদের জন্য ।
এই কোর্সটিকে আমরা দুই ভাগে ভাগ করছি । প্রথমত যারা কখনো ভিডিও এডিটিং সম্পর্কে কিছুই জানেনা বা আগে কখনো কাজ করেনি । দ্বিতীয়ত যারা ভিডিও এডিটিং এর কাজ করতে পারে কিন্ত কোন মার্কেট প্লেসে কাজ করতে পারেনা বা মার্কেট প্লেসে কিভাবে কাজ করতে হয়, কোন ভিডিও নিয়ে কাজ করলে খুব দ্রুত ইনকাম করা যায় এই সম্পর্কে জানেনা তাদের জন্য । একজন ভিডিও ক্রিয়েটর হিসাবে যে যে বিষয়গুলো জানা দরকার সেই সব বিষয়গুলো এই কোর্সটিতে ক্রমানুসারে সাজিয়ে সাজিয়ে দেখানো হয়েছে । তাই আমাদের দীর্ঘ কয়েক বছরের অভিজ্ঞতা খুবই সামান্য কোর্স ফি'র বিনিময়ে আপনার ভালো ফলাফল আশা করছি ।
কোর্সের মধ্য যে ভিডিও গুলো আছে সেগুলো একটা একটা করে দেখবেন এবং সে বিষয়টা বার বার প্র্যাকটিস করবেন, তারপর নেক্সট ভিডিও দেখবেন । তা না হলে ঠিক মত বুঝতে পারবেন না । আর যদি আপনি একবারে সব ভিডিও দেখে ফেলেন, তাহলে কিন্ত ভালো এডিটিং শিখতে পারবেন না । তাই একটি একটি করে দেখবেন । সবশেষে বলবো এই কোর্সের ভিডিও গুলো আপনি Laptop বা Desktop অথবা বড় কোন স্কিন এ দেখবেন । অথবা ইলার্ন বাংলাদেশের অ্যাপ থেকে কোর্স করলে ভিডিও Landscape করে দেখবেন। তাহলে অপশন গুলো পরিষ্কার দেখতে পারবেন।
আমি হোসাইন আলী। ৫ বছর যাবত আমি ভিডিও এডিটিং এবং গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ করি। এবং আমি ২০১৮ সাল থেকে ইউটিউব এ কনটেন্ট ক্রিয়েটর হিসাবে ভিডিও ক্রিয়েট করে থাকি। বাংলাদেশের প্রতিষ্ঠিত একটি আইটি ইন্সটিটিউট থেকে কোর্স করেছিলাম গ্রাফিক ডিজাইন এবং ভিডিও এডিটিং এর উপরে।